Wellcome to National Portal
Main Comtent Skiped

list of service

সমাজের সকল শ্রেনী জনগণকে বিশেষ শ্রেণীর অনগ্রসর সুবিধা বঞ্চিত জনসমষ্টিকে সংগঠিত করে সমবায় সমিতি গঠনে মাধ্যমে তাদের আত্থ -সামাজিক অবস্থার উন্নয়ণের লক্ষে  ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এর মাধ্যমে মুলধন সৃষ্টিওতা বিনিয়গ করে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হয়। সমবায়ের মাধ্যমে সংগঠিত জনগোষ্ঠকে সামাজিক বিভিন্ন বিষয়ে যেমন :বাল্য বিবাহ রোধ,যৌতুকের কুফল ,স্যানিটেশন ,নিরক্ষরতা দুরিকরণ ,বৃক্ষ রোপণ ,হািস -মুরুগি পালন ইত্যাদি বিষয়ে অবহিত করা হয়।

 

 

নিবন্ধিত সমবায় সমিতি গুলোকে পরির্দশন তদারকি  নিরিক্ষা  সম্পাদন ও পরিচালনা বিষয়ে সমিতি কতৃপক্ষকে সহযোগিতা প্রদান করা হয়।

 

 

আশ্রয়ন ও আশ্রয়ন ফেইজ টু প্রক্লপের ঋণ কার্যক্রম পরিচালনা করা হয় সরকার কতৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়ন নিদেশনা অনুযায়ি প্রতিপালন করা হয় ।

৫৩ তম জাতীয় সমবায় দিবসের ছবি , শৈলকুপা, ঝিনাইদহ।